০১. দাবীকৃত পুরস্কারের কূপন নির্ধারিত শো-রুমে জমা প্রদান করার পর যাচাই পূর্বক প্রাপ্ত পুরস্কার প্রদান করা হবে।
০২. নির্ধারিত দিনে টপ টেন গ্রুপ কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ড্র অনুষ্ঠিত হবে।
০৩. বিজয়ীদের কূপন নম্বর সংবাদপত্রে প্রকাশ এবং ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
০৪. ড্র পরবর্তি ৩০ দিনের মধ্যে কূপনসহ টপ টেন গ্রুপ কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং কূপন দাখিল করতে হবে। নির্ধারিত মেয়াদ শেষে পুরস্কারের জন্য আবেদন কোনভাবেই গ্রহন যোগ্য হবে না।
০৫. কূপনের গায়ে কোন প্রকার লেখা/অঙ্কন/মুদ্রণ বা অন্য কোনভাবে কূপন বিকৃত করা হলে উক্ত কূপন পুরস্কারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
০৬. এই র্যাফেল ড্র সংক্রান্ত যে কোন বিষয়ে টপ টেন গ্রুপের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পুরস্কারের তালিকাঃ
১ম পুরস্কারঃ ১টি গাড়ি (Toyota Axio)
২য় পুরস্কারঃ মোটর সাইকেল ১৮ টি (Apache)
৩য় পুরস্কারঃ ৩৯” এলইডি টিভি ১৮টি
৪র্থ পুরস্কারঃ রিফ্রিজারেটর ১৮ টি
৫ম পুরস্কারঃ ওভেন ১৮ টি
৬ষ্ঠ পুরস্কারঃ স্মার্ট ফোন ১৮ টি
৭ম পুরস্কারঃ ডিনার সেট ১৮০ টি
৮ম পুরস্কারঃ রাইস কুকার ১৮০ টি
৯ম পুরস্কারঃ ওয়াটার হিটার ১৮০ টি
১০ম পুরস্কারঃ ব্লেন্ডার মেশিন ১৮০ টি
১১তম পুরস্কারঃ ইলেকট্রিক আয়রন ১৮০ টি
প্রতিদিন টপ টেন মার্টের ব্রাঞ্চে একটি করে মোট ২৪০ টি এলইডি টিভি সহ সর্বমোট ৩০০০ টি পুরস্কার।